This Post is very much important and helpful for all traders and specially for new traders. If you never follow this rules then you will must loser in forex market with trade. So read this post and make better and profitable your trade and life.
Learning is always helpful and necessary for Forex traders.
অনেক ফরেক্স
বিজ্ঞরাই বলেন, ফরেক্সে সাফল্য নির্ভর করে ২০% আপনার স্ট্রাটেজির উপর এবং বাকি ৮০% নির্ভর করে আপনার আবেগ নিয়ন্ত্রন দক্ষতার উপর । আজকে
আমি আপানাদের সাথে ৯৫% ফরেক্স ট্রেডারদের লস করার ৪টি অন্যতম কারন সম্পর্কে আলোচনা করবো । এই ৪টি
কারণই একজন দক্ষ ফরেক্স ট্রেডার হতে মনস্তাত্ত্বিক বাঁধা স্বরূপ, যা নিয়ে আমরা খুব কম ট্রেডারই চিন্তা করি বা সেই সমস্যা গুলো উত্তরণের চেষ্টা করি । ৯৫%
নতুন ট্রেডার প্রাথমিকভাবে এই আবেগ দ্বারাই চালিত হয় বিধায় ফরেক্সে তাঁদের সাফল্য অধরাই রয়ে যায় । আর সেই
আবেগ ৪টি হল :
১. লোভ (Greed) ২. ভয় (Fear) ৩. আশা (Hope) ৪. হতাশা (Regret)
আমি একে একে প্রতিটি বিষয় নিচে আলোচনা করছি এবং প্রত্যেকের মধ্যকার সম্পর্ক স্থাপন করছি ঃ
লোভ (Greed) : ফরেক্সে অতিঅল্প সময়ে অবাস্তব লাভের চেষ্টাকে লোভ বলে । অল্প সময়ে বেশি টাকা উপার্জনের উদ্দেশে কেউ যখন Money Management না মেনে বড় Lot এবং বেশি রিস্কে ট্রেড করবে, বুঝতে হবে সে লোভ করছে । সেক্ষেত্রে, সাময়িকভাবে ফলাফল যত ভালই হোকনা কেন খুব দ্রুতই তার অ্যাকাউন্ট শুন্য হবে, এটা নিশ্চিত। যখন কেউ লোভ করতে শুরু করে তখন সে খুবই অস্থির এবং আক্রমণাত্মক হয়ে যায় । সে লাভের সাথে সাথে রিস্কও বাড়াতে থাকে, প্রফিটে থাকা ট্রেড আরও লাভের আশায় ওপেন রেখে দেয়, পূর্বনির্ধারিত Take Profit আরও সরিয়ে বেশি লাভের অপেক্ষায় থাকে । সবশেষে দেখা যায়, প্রফিট তো হয়ই না বরং ভালো প্রফিটে থাকা ট্রেডগুলো শেষমেশ লসেই বন্ধ করতে হয় । সুতরাং, ফরেক্সে লোভ না করে, একটি বাস্তবসম্মত লাভকে লক্ষ্য করে ট্রেড করতে হবে। কথায় আছে " লোভে লস, লসে অ্যাকাউন্ট শুন্য"
ভয় (Fear) : আমি মনে করি, আমি সহ দেশের হাজারো ট্রেডারের এটি একটি অন্যতম প্রধান সমস্যা, ভয় । এই সমস্যায় ট্রেডার সব কিছুতেই ভয় পায় । Analysis, Lot, SL, TP সর্বোপরি ট্রেড ওপেন করতেই ভয় পায় । লোভ এবং ভয়ের মধ্যকার একটি সম্পর্ক রয়েছে । দেখা যায়, যেসব ট্রেডারের ট্রেডিং এ ভয় অনেক বেশি, তারা স্বাভাবিকভাবেই কম লোভ করে । অন্যদিকে যেসব ট্রেডার ট্রেডিং এ খুব কমই ভয় করে, তারা অতি-আত্মবিশ্বাসে অনেক বেশি লোভ করে । আমি বলছি না, লোভ বা ভয় কোনটাই থাকা যাবে না। বরং দুটির মাঝে সামঞ্জস্য থাকতে হবে । একজন আদর্শ ট্রেডার হতে লোভ এবং ভয় দুটিরই প্রয়োজন আছে, কিন্তু সেটা একটি সামঞ্জস্যতা রেখে ।
আশা (Hope) : আশা নয় বরং আমরা এখানে আলোচনা করবো উচ্চ-আশা নিয়ে, যা ফরেক্সে লসের একটি অন্যতম কারন । এটা শুধু ফরেক্সে নয়, বাস্তব জীবনেও উচ্চাশা সাফল্যের প্রধান অন্তরায় । একজন ট্রেডার যখন তার ট্রেডিং সাফল্যে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে যায় তখন তার ভেতর উচ্চাশা কাজ করে । সে মনে করে মার্কেট তো আমার হাতের মুঠোয়, আমি যা বলবো মার্কেট তাই করবে । লোভ এবং ভয়কে পরাস্ত করে একজন ট্রেডার যখন তার লক্ষ্যের দিকে ধীরে আগ্রসর হবে, ঠিক তখনি উচ্চাশা এক মুহূর্তে তার সকল অর্জনকে ধূলিসাৎ করে দেবে । তাই, আপনার ট্রেডিং যত ভালই হোক অতি- আত্মবিশ্বাসী হবেন না । একটা কথা মনে রাখবেন, আপনাকে অবশ্যই আপনার ট্রেডিং এর উপর ১০০% বিশ্বাস রাখতে হবে , কিন্তু মার্কেটের উপর না । মার্কেট যখন খুশি আপনাকে আছড়ে ফেলতে পারে । তাই ব্যথা যেন কম লাগে সেজন্য সবসময়ই নিয়ম মানতে হবে (Money management, Risk Reward Ratio, Lot sizing etc)
হতাশা (Regret) : মনে রাখবেন, যে চেষ্টা করে একটু দেরি হলেও সাফল্য তার নিশ্চিত । অনেকেই একটা দীর্ঘ সময় ফরেক্সের সাথে লেগে থেকেও লাভের মুখ দেখে না । যার ফলে, একটা পর্যায় গিয়ে তারা হতাশ হয়ে পড়ে, নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলে । সাধারনত, এই পর্যায়ে এসেই হতাশাগ্রস্ত ট্রেডাররা ফরেক্সকে জুয়া বানিয়ে ফেলে এবং এক বুক তিক্ত অভিজ্ঞতা নিয়ে নিজেদের ফরেক্স ক্যারিয়ারের ইতি টানে । তাই, এই শেষ ধাপ পেরিয়ে ফরেক্সে সফল হতে চাই দৃঢ় মনবল এবং ধৈর্য । কয়েকটি টানা লাভে যেমন বাতাসে ভাসা যাবে না, তেমনি কয়েকটি টানা লসেও হতাশ হওয়ার কিছু নেই, এটি ফরেক্সরই অংশ । এমনকি অল্প লাভে বা লসে ক্লোজ করা ট্রেড যদি পরে লাভে যায় তবে সেটা দেখে আফসোস করাও আমাদের একটি খারাপ অভ্যাস, যা কিনা আমার পরবর্তী ট্রেডে বাজে প্রভাব ফেলতে পারে ।
আশা করি আল্লাহ্ আমাদের এই সকল আবেগকে নিয়ন্ত্রন করে, ফরেক্সে সফল হওয়ার তৌফিক দান করবেন ।
কষ্ট করে পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ । ভাল-খারাপ Comment করতে ভুলবেন না ।
১. লোভ (Greed) ২. ভয় (Fear) ৩. আশা (Hope) ৪. হতাশা (Regret)
আমি একে একে প্রতিটি বিষয় নিচে আলোচনা করছি এবং প্রত্যেকের মধ্যকার সম্পর্ক স্থাপন করছি ঃ
লোভ (Greed) : ফরেক্সে অতিঅল্প সময়ে অবাস্তব লাভের চেষ্টাকে লোভ বলে । অল্প সময়ে বেশি টাকা উপার্জনের উদ্দেশে কেউ যখন Money Management না মেনে বড় Lot এবং বেশি রিস্কে ট্রেড করবে, বুঝতে হবে সে লোভ করছে । সেক্ষেত্রে, সাময়িকভাবে ফলাফল যত ভালই হোকনা কেন খুব দ্রুতই তার অ্যাকাউন্ট শুন্য হবে, এটা নিশ্চিত। যখন কেউ লোভ করতে শুরু করে তখন সে খুবই অস্থির এবং আক্রমণাত্মক হয়ে যায় । সে লাভের সাথে সাথে রিস্কও বাড়াতে থাকে, প্রফিটে থাকা ট্রেড আরও লাভের আশায় ওপেন রেখে দেয়, পূর্বনির্ধারিত Take Profit আরও সরিয়ে বেশি লাভের অপেক্ষায় থাকে । সবশেষে দেখা যায়, প্রফিট তো হয়ই না বরং ভালো প্রফিটে থাকা ট্রেডগুলো শেষমেশ লসেই বন্ধ করতে হয় । সুতরাং, ফরেক্সে লোভ না করে, একটি বাস্তবসম্মত লাভকে লক্ষ্য করে ট্রেড করতে হবে। কথায় আছে " লোভে লস, লসে অ্যাকাউন্ট শুন্য"
ভয় (Fear) : আমি মনে করি, আমি সহ দেশের হাজারো ট্রেডারের এটি একটি অন্যতম প্রধান সমস্যা, ভয় । এই সমস্যায় ট্রেডার সব কিছুতেই ভয় পায় । Analysis, Lot, SL, TP সর্বোপরি ট্রেড ওপেন করতেই ভয় পায় । লোভ এবং ভয়ের মধ্যকার একটি সম্পর্ক রয়েছে । দেখা যায়, যেসব ট্রেডারের ট্রেডিং এ ভয় অনেক বেশি, তারা স্বাভাবিকভাবেই কম লোভ করে । অন্যদিকে যেসব ট্রেডার ট্রেডিং এ খুব কমই ভয় করে, তারা অতি-আত্মবিশ্বাসে অনেক বেশি লোভ করে । আমি বলছি না, লোভ বা ভয় কোনটাই থাকা যাবে না। বরং দুটির মাঝে সামঞ্জস্য থাকতে হবে । একজন আদর্শ ট্রেডার হতে লোভ এবং ভয় দুটিরই প্রয়োজন আছে, কিন্তু সেটা একটি সামঞ্জস্যতা রেখে ।
আশা (Hope) : আশা নয় বরং আমরা এখানে আলোচনা করবো উচ্চ-আশা নিয়ে, যা ফরেক্সে লসের একটি অন্যতম কারন । এটা শুধু ফরেক্সে নয়, বাস্তব জীবনেও উচ্চাশা সাফল্যের প্রধান অন্তরায় । একজন ট্রেডার যখন তার ট্রেডিং সাফল্যে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে যায় তখন তার ভেতর উচ্চাশা কাজ করে । সে মনে করে মার্কেট তো আমার হাতের মুঠোয়, আমি যা বলবো মার্কেট তাই করবে । লোভ এবং ভয়কে পরাস্ত করে একজন ট্রেডার যখন তার লক্ষ্যের দিকে ধীরে আগ্রসর হবে, ঠিক তখনি উচ্চাশা এক মুহূর্তে তার সকল অর্জনকে ধূলিসাৎ করে দেবে । তাই, আপনার ট্রেডিং যত ভালই হোক অতি- আত্মবিশ্বাসী হবেন না । একটা কথা মনে রাখবেন, আপনাকে অবশ্যই আপনার ট্রেডিং এর উপর ১০০% বিশ্বাস রাখতে হবে , কিন্তু মার্কেটের উপর না । মার্কেট যখন খুশি আপনাকে আছড়ে ফেলতে পারে । তাই ব্যথা যেন কম লাগে সেজন্য সবসময়ই নিয়ম মানতে হবে (Money management, Risk Reward Ratio, Lot sizing etc)
হতাশা (Regret) : মনে রাখবেন, যে চেষ্টা করে একটু দেরি হলেও সাফল্য তার নিশ্চিত । অনেকেই একটা দীর্ঘ সময় ফরেক্সের সাথে লেগে থেকেও লাভের মুখ দেখে না । যার ফলে, একটা পর্যায় গিয়ে তারা হতাশ হয়ে পড়ে, নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলে । সাধারনত, এই পর্যায়ে এসেই হতাশাগ্রস্ত ট্রেডাররা ফরেক্সকে জুয়া বানিয়ে ফেলে এবং এক বুক তিক্ত অভিজ্ঞতা নিয়ে নিজেদের ফরেক্স ক্যারিয়ারের ইতি টানে । তাই, এই শেষ ধাপ পেরিয়ে ফরেক্সে সফল হতে চাই দৃঢ় মনবল এবং ধৈর্য । কয়েকটি টানা লাভে যেমন বাতাসে ভাসা যাবে না, তেমনি কয়েকটি টানা লসেও হতাশ হওয়ার কিছু নেই, এটি ফরেক্সরই অংশ । এমনকি অল্প লাভে বা লসে ক্লোজ করা ট্রেড যদি পরে লাভে যায় তবে সেটা দেখে আফসোস করাও আমাদের একটি খারাপ অভ্যাস, যা কিনা আমার পরবর্তী ট্রেডে বাজে প্রভাব ফেলতে পারে ।
আশা করি আল্লাহ্ আমাদের এই সকল আবেগকে নিয়ন্ত্রন করে, ফরেক্সে সফল হওয়ার তৌফিক দান করবেন ।
কষ্ট করে পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ । ভাল-খারাপ Comment করতে ভুলবেন না ।
No comments:
Post a Comment